Top today
বিয়ে বাড়ি
বিয়ে বাড়ি
—————–
তাকদু মাদুম বাদ্য বাজে
বিয়ে বাড়ির ধুম
লোকে লোকে লোকারণ্য
নেইকো কারও ঘুম ।
কেউবা বাটে হলুদ মরিচ
কেউবা কাটে মাছ
ফুর্তিতে কেউবা টই টম্বুর
কারোর সর্বনাস ।
খাটছে যারা খাটছেই তারা
বিশ্রাম তাদের নেই
বাবু সেজে ঘুরছে কেহ
কর্তা যেন সেই ।
কেউবা দেখ কনে সাজায়
কেউবা সাজায় ঘর
কেউ দেখ ঐ সেজে বেড়ায়
নিজেই যেন বর ।।