Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

তুচ্ছ জিনিস

: | : ২৬/১১/২০১৩

তুচ্ছ জিনিস

যা আমরা ফেলে দেই

অপ্রয়োজনীয় ভেবে,

বা বাড়তি জিনিস ভেবে

তাই প্রয়োজনীয়,

একটি কালিহীন কলমও….

পারে আপনাকে পরিস্ফুটিত করতে

অথবা এক টুকরো কাগজ

শিল্পের ছোঁয়ায়

মনের মমতায়……

এগিয়ে নিতে সাফল্যের সীমানায়

 

তুচ্ছ জিনিস

যা আমরা নষ্ট করে দেই

তুচ্ছ ভেবে…..

তাই জীবনের প্রয়োজনে

অসময়ে কাজের হাতিয়ার

এমনও কি তা সাপের বিষও

জীবন বাচিয়েঁ দিতে পারে

তার ঔষধী গুনে….।

 

তুচ্ছ জিনিস

যা আমরা ফেলে দেই

অথবা নষ্ট করি

তুচ্ছ ভেবে……..

হতে পারে তাই সাফল্যের সোপান…

যখন একটু পরে,

উঠবো উঠবো করে

ঘুমিয়ে কাটাই সকালটা,

তুচ্ছ সময় ভেবে

ঐ সময়টাই তোমার জীবনের

মোড় ঘুরানোর পথিকৃত

 

তুচ্ছতো তো তুচ্ছ নয়

বিন্দুতেই সিন্ধু হয়

অপচয় আর তুচ্ছতা

জীবনকে দেয় অলসতা

তুচ্ছকে মূল্য দিয়ে

স্বার্থক করো জীবনকে …..।

জীবনটা এমই যে খুব তুচ্ছ একটি জিনিসেও এনে দিতে পারে সফলতা । এমন হাজারো কাহিনী খুজেঁ পাওয়া যাবে যারা তুচ্ছ জিনিসকে কাজে লাগিয়ে আজ বিখ্যাতদের নামের তালিকায় ঢুকে গেছে । যে সময়টাকে অবজ্ঞা করা হয় ঐ সময়টাই জীবনের সবচেয়ে প্রয়োজনীয় । তুচ্ছতা থেকেই অপব্যয়ের সৃষ্টি । দুটো জিনিসই ধ্বংশের পথ ডেকে আনে । আসুন আমরা এই বিষয় গুলো একটু খেয়াল করে চলি তুবেই একটি সুন্দর ভবিষ্যসৃষ্টি হবে আমাদের জন্য ।   

(সাঈদ চৌধুরী)

রচনাকাল ২৬/১১/২০১৩ ইং (রাত ১১.৩০ মিনিট)

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top