Top today
নদীর বাঁকে
নদীর বাঁকে
————-
ফুফুর বাড়ি নদীর বাঁকে
ঘাটে বাঁধা নাও
অনেক কিছু দেখতে পাবে
তোমরা যদি যাও ।
রং বেরং কত পানসী নাও
মাঝ নদী দিয়ে যায়,
ঘুমটা পরা নতুন বধু
বস থাকে সেই নায় ।
ঢোঙ্গা নৌকায় জেলেরা সব
ধরে সেই নদীর মাছ,
নদীর ধারে ঝুকে আছে
সারিতে হিজল গাছ ।
অশ্বখ আর বট তাওতো আছে
নদীর ওপার ঘেসে
ভরা গাঙে মাঝে মাঝে
শুশুক উঠে ভেসে ।
ভয় পেয়োনা কুমিড় কভু
খায়নি মানুষ ধরে,
শুনছি কবে জাগে কুমিড়
সেই কুলিয়ার চরে ।
পরে শুনি কুমিড় সে নয়
আসলে গড়িয়াল,
ডিম দিতে উঠে সে চরে
সে প্রকৃতির খেয়াল ।
সেই নদীর বুকে জাগে চর
শীতকাল যখন আসে,
দুকুল ছাপিয়ে যায় নদীর
ঘন সবুজ ঘাসে ।
রাখাল ছেলে চড়ায় গরু
সারাটা দিন ধরে,
গোধূলীতে ফিরে তারা
গরু নিয়ে ঘরে ।
বাশীর সুর কোকিলের ডাক
দিগন্ত ছেয়ে যায়,
এরুপ দৃশ্য দেখবি কিরে
না গেলে সেই গাঁয় ।