Top today			
			বদ্ধ শব্দ
বদ্ধ শব্দ আছে–আটকে থাকে কণ্ঠ গহ্বর স্তব্ধতা
কথার কত সৃজন ঢাকা থাকে দেখো–
মুক স্থিরতা ধরে আছে অনন্ত কাহিনী–
স্তব্ধ রাত,বোবা পংতির পাঁজর গাঁথায় দেখো
তোমার কথাও থাকবে লেখা
অনন্ত শুয়ে আছে–অলঙ্ঘ্য পাহাড় ব্যোম পর্বত শৃঙ্খলায়–
চুপ,শুধু কি নিশ্চুপ ঘন স্তব্ধতা!
নাকি এখনি নীরবতা ভাঙবে?
তোমার মনন ভেঙে বিষণ্ণ ছায়া ঘন ভাবনা
এঁকে নেবে গহন হৃদয় ঢাকা …
