Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

এভাবে পোড়াও কেনো…

: | : ২৭/১১/২০১৩
এভাবে পোড়াও কেনো…..
…………………………. কাজী ফাতেমা ছবি
===========================
কথায় পোড়াও, চোখে পোড়াও
হালকা ঝড়ো হাওয়ায় উড়াও,
পোড়াও ধিকিধিকি অনলে
পুড়তে পুড়তে কষ্টের অতলে।
পুড়ি ড্রিল আগুনে…
পুড়ে অন্তর দুলকি
দেহ পোড়ায়, মন পোড়ায়
সর্বাঙ্গে ঝরে আগুনের ফুলকি…
কি আগুনে পোড়াও তুমি!
তেজ নাই উত্তাপে,
দেহে সয়, মনে সয়
চোখে জল ঝরে সন্তাপে।
নত হই সুখের আশায়,
হারাই জীবনের স্বরবৃত্ত
উল্কাবেগে ঝড় এসে
জীবন জুড়ে করে নিত্য ।
পোড়াতেই যদি চাও তবে
চলে যাও আমা হতে দুরে,
ছাই হব, ধুলি হব, উড়ে যাব
বাতাসে মিশে যাব এলোমেলো ঝড়ে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top