Top today			
			কে বড় ?
কথা শুধু আছে জানা
জীহূজুর জাহাপনা,
নীতি হীনের আনাগোনা
বিবেকহীন  দল কানা
সত্য বলা আছে মানা।
দেশ আজ পুড়ছে
ছাঁই  হয়ে উড়ছে ।
করে যত  রাজনীতি দ্ব্ন্দ
এক চোখ সচেত্নে করে  রাখে বন্ধ ।
দেখেও  করে নাদেখার ভান
দল বড় নেতা  তার  প্রাণ ।
হায়রে দলবাজ দলকানা
সত্য বলতে কে করেছে মানা ?
নেতাকে মায়ের  চেয়ে যতই আপন কর
দলের চেয়ে  দেশ-মা সত্যিকারেই  বড়।
