Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

গর্বিত মুখ

: | : ২৭/১১/২০১৩

গর্বিত মুখ

————

তোমার মুখ দেখছিলুম সে দিন

সূর্য দীপ্ত তেজ ফেটে পড়ছিলো,

অগ্নি স্ফুলিঙ্গ বের হচ্ছিল সে মুখ থেকে,

বিকৃত নয় তাই বলে,

উদ্ভাসিত ।

উজ্জল জ্বালা মুখ,

সূর্য যেমন বিকিরণ করে তাপ,

মৃয়মান হয় না কখনও ।

জ্বলন্ত বারুদ ছিল সকলের নাভিমূলে,

যেন গলিত উত্তপ্ত লাভা নির্গমন

চলছিল সমস্বরে ।

হায়ানেরা হাসছিল অলক্ষে, দাঁত ক্ষিচিয়ে,

নিয়ম নীতি , মানবতার দাফন করে ।

ছুটে  এল কয়েকটি উত্তপ্ত শীশা,

ঢুকে গেল অগ্নিগর্ভে,

ঝরে গেল রক্ত,

ছিন্ন ভিন্ন আগ্নেয় গীরি,

শীতল হয়ে গেল কয়েকটি জ্বালা মুখ,

মুখে রয়ে গেল অর্ন্তনিহীত তেজের চিহ্ন ।

দেখেছি সে মুখ পরেও,

যখন জীবিতরা ফিরে পেল ভাষার অধিকার ।

বিজয় গর্বে উদ্বীপ্ত সে মুখ ,

শান্ত সমপ্রসারিত,

কাল থেকে কালান্তরে দেশ থেকে দেশান্তরে ।

দেখিনু সেদিন পূনঃ ,

বিশ্ব মাতৃভাষা দিবসের মেলায়,

কি উদ্ভাসিত, কি প্রাণবন্ত সে মুখ,

খুশীতে টগবগ করছে এক

সদ্য প্রস্ফুটিত গোলাপ যেন ।

ডাকছে মাকে, মাগো——-

শুধু আমি নই, ডাকছে আজ প্রাণ খোলে

বিশ্বের কোটি কোটি মানুষ তোমার ভাষায়

তোমার ছেলেরই জন্যে,

সে মুখ্ ও আমি দেখেছি । ।

p

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top