Top today
“ভক্তি এবং অন্ধত্ব”
সবি সহি সবি খাঁটি যাকে আমার পছন্দ।
বায়াত নিয়েছি যার মনের-নয় কিছু তার মন্দ।
চোখ বুজেছি-মেনেছি তাকে;তার কথাতেই ঈমান।
তার কথাই শাশ্বত সত্য তার কথাই প্রমাণ।
অন্ধভক্তিতে কুঁজো যুক্তি-যুক্তিকে করে গতিহীন।
চোরাবালিতে ডুবেছে পা-নিয়তি বাজায় বীণ।
বন্ধ রাখে যুক্তির খাতা ভক্তির চোরাবালি।
পীরের আদেশ মান্য করে মুরিদের জীবন বলী।
কেমন করে আলো জ্বলে পীর থেকে নাও শিক্ষা।
নিজের তেলে কুপী জ্বালালেই পূর্ণ শীর্ষের দীক্ষা।
গুরু তোমার মহাজ্ঞানী;তিনি পথের দিশারী।
তার শুভাশিস সঙ্গে নিয়ে পথটা দিবে পাড়ি।
কোথায় থামবে?কোথায় দাঁড়াবে?কোথায় দিবে দৌড়?
নির্ভর কর তখন তুমি-আপন যুক্তির মোড়।
ভক্তি-শ্রদ্ধা মন্দ নহে;মন্দ তবে অন্ধত্ব।
ভক্তির নামে বিলীন কর না বিবেক-যুক্তির অস্তিত্ব।