Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

ঘূর্ণ্যমান জীবন

: | : ২৮/১১/২০১৩

জীবন ঘূর্ণ্যমান–এমনটাই তো জীবন–যেমনটি পৃথিবী ঘোরে–

ফেলে আসা,দূরে সরে যাওয়া কথা,ক্রমশ আরও আরও দূরে চলে যায় শূন্য

কুয়াশার ভিড়…

 

এ হিম পাতের রাতে উষ্ণতা কোথায় ?–বাষ্প শ্বাসের বিবর্ণ টুকরো দুঃখ,

ঝরাপাতা,বৃষ্টি ঝরার মত তোমার মুখ

যেন ফুরিয়ে গেল ভালবাসা !

দেহ সৌষ্ঠব ছুঁয়ে থাকে সব ঐশ্বর্যের খোলা দ্বার,মানিক ঔজ্জ্বল্য–মুখ ফুটে বলে যাই

ভালবাসি,ভালবাসি।

 

খসে যাওয়া ঝরা পাতার খোলসে খরার চৈত্র নামে

উজাড় স্বপ্নে মাটির হতাশ ফাটল।

তৃষ্ণার বালুচরে জল মরীচিকা কেলি,

তুমিও চর্চিত আভরণে জেগে ওঠ যদি রোদ্দুর ছায়ায়

মনের কল্পরেখায় সেই সাজ,জ্বলে ওঠা সেই দ্যুতি

নিভৃত প্রদীপ শিখায় সেই মায়াবী চোখের পাগল

খুঁজে ফেরে ফেলে আসা ভালবাসা!

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top