Today 11 Jan 2026
Top today
Welcome to cholontika

শীত

: | : ২৮/১১/২০১৩

ইষৎ উষ্ণ মধ্যান্যের পর

ক্ষন বৈকাল পেরিয়ে আসে

কবোষ্ণ রাত্রির গহ্বর।

সুচিত্রা আধারের গাযে

ঢলে পরে থেমে যায়

যত উৎসব কবিতার।

তারপর রাশি রাশি কোয়াশায়

অবিশ্রাম মিশে যায়

নগরীর তপ্ত নি:শ্বাস।

হিমায়িত গ্রাম, রেলপথ

নিস্তরঙ্গ স্রোতস্বীনী পেরিয়ে যায়

শীতার্ত পূর্ণিমা চাদ।

অবরুদ্ধ সূর্যের প্রতিক্ষায় থাকে

চাষা- ভূষা মানুষের আশ

শিশিরের ভারে মৃয়মান ঘাস।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top