Top today
অতীত
আমার চারেদিকে আমি যখন আমার চোখে তাকাই
কেন যেন খালি খালি মনে হয় সব ;
মনে হয় এ পৃথিবীতে আমি একা ,আমিই আমার শুধু একা…
আমার এ পৃথিবীতে আর কেউ নাই ।
যদি ভাবি সেই পিছু ফেলা অতীত নিস্তব্ধ নীরব রাতের কথা
যদি ভাবি আমার সেই পিছু ফেলা অতীত
চারেদিকেকার তখনকার কথা ,
আমার মনে হয় আমি তখন আমাকে আর
ঠিক রাখতে পারিনা যতো চেষ্টা করি নিজেকে
বুকের মাঝে আঁতকে ওঠে এ পৃথিবীর সব ব্যথা ।
ভাইয়ে ভাইয়ে নেই মিল নেই মিল বোনে বোনে
মিল নেই পাড়া প্রতিবেশী কারো কিংবা…
অথবা অন্য কোন কিছুর সাথে ,
কেউ কি ভাবে সে সব ; কতোটা পাষাণ মানুষ
কতোটা পাষাণ আমি আমরা সবাই
কেউ ভাবেনা সে সব… না ঘুমিয়ে একাকী গভীর রাতে ।