Today 11 Jan 2026
Top today
Welcome to cholontika

কে দায়ী ???!!

: | : ২৯/১১/২০১৩

চট্টগ্রামের সাতকানিয়ার সাহেদ বাঁচতে পারলো না,
কুমিল্লার রিকশাচালক বাবুল মিয়ার মত্যু পিছু ছাড়লো না ।
হরতালের আগুন, পেট্রলবোমা ও ককটেল বিস্ফোরণ
ফকিরনিরহাটে টেম্পোচালক এরশাদ আলীর জীবন
ঘরে ফিরতে পারলোনা জীবন নিয়া
ফেনীর অটোরিকশাচালক দুলাল মিয়া ।
রামপুরায় অগ্নিদগ্ধ মোহাম্মদ মোজাম্মেল লেগুনাচালক,
চান্দনা চৌরাস্তায় রমজান আলীর ভ্যানে ঘুমন্ত বালক
অগ্নিদগ্ধ মনির হোসেন পুড়ে ছাঁই,
মোহাম্মদপুর বেড়িবাঁধে পোশাককর্মী নাসিমা বেঁচে নাই ।
নাসিমার মা জহুরা খাতুন কাঁদতে কাঁদতে বলেন,
“মোগো গরিবগো মাইররা যারা রাজনীতি করে,
আল্লাহ তাদের বিচার যেন সঠিক ভাবে করে “।
সাভার সেনানিবাসে অটোরিকশায় পেট্রলবোমা ছুড়লো
আসাদুল,হাসু,মোস্তাফিজুর,মন্টু পালদের জীবন গুলো ঝরলো ।
চলন্ত বাসে নৃশংসভাবে দিল আগুন ছুড়ে
মাহাবুব,হাফিজুর,অহিদুর,গীতা সেন
মাসুমা,ফিকুল ইসলাম,সুস্মিতা সেন
মৃধা,আমজাদ, রিয়াদ, রবিন
রাজ্জাক, ,জাহাঙ্গীর হোসেন, নাসরীন,
নুরুন্নবী,তালহা, রাহাদুল শামীম নাহিদ গেল পুড়ে ।
যারা এসব মৃত্যুর জন্য দায়ী
আমরা তাদের বিচার চাই ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top