Top today			
			নতুন সুর্য
জানিনা কাল সকালের সুর্য
আমার জন্য কি বার্তা আনবে।
জানিনা সে কি হবে কিছু পাবার বা কিছু হারাবার।
জানি এটাই, কিচ্ছু বদলাবেনা আমার।
যেমন বদলাইনি তোমার সৃষ্ট গজবে।
রাতের আকাশে যখন চাঁদ থাকেনা,
আকাশটাকে কি মনে হয়না বড়ই একা?
দুর্বিষহ আঁধারে পতিত এক নিঃসঙ্গের প্রতিচ্ছবি।
এমনটাই তো চেয়েছিলে তুমি, জানি সবই।
শেষ হয়নি কিছুই আমার পেয়েছি শুরুর দেখা।
