Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

বসন্তের কবিতা/স্বপ্নসখার ম্যাক্সিমিলিয়ান ও হেলেনা ট্র্যান্ট

: | : ২৯/১১/২০১৩

কল্পনায় আজ কোথায় গিয়েছিলাম

জান?

আর্মস্টার্ডাম নেদারল্যান্ডের রুড গুলিট

এর দেশ সেই রুপকথার প্যালেসে।

আমরা দুজনে প্রাসাদের চারিদিকে

ঘুরে বেড়িয়েছি।

 

স্বপ্নসখা সেবার এই রোমন্টিক

অনুবাদ টা কি পড়া তোমার

আমি বললাম জান

কি মনে হচ্ছে এখন।

 

তুমি যেন ম্যাক্সিমিলিয়ান

ব্রিটিশ কাউন্ট আমি হেলেনা ট্র্যান্ট

জার্মান স্কুল শিক্ষয়েত্রী

স্বপ্ন সখা উপন্যাসের নায়ক নায়িকা।

 

এক ঘটনা চক্রে প্রেইরীর বনে

আমাদের প্রথম মোলাকাত

সপ্তমী চাদের রাতে

আমাদের প্রথম অভিসার।

চারিদিকে বাজছে তখন

দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা।

জার্মান ব্রিটিশ তখন শত্রুপক্ষ।

দেশ রক্ষা ও রাজ্য পরিচালনায়

 

ম্যাক্সিমিলিয়ান কে ছেড়ে

আসতে হয় হেলেনা ট্র্যান্ট

ও তাদের একমাত্র শিশুপুত্রটি

তার ছিলনা কোন বৈধ পরিচয়।

 

এরকম কতজন আছে

তোমার স্বপ্ন পুরষ

বাস্তবে এবং কল্পনায়।

বললে তুমি কৌতুকের স্বরে

বললাম অসংখ্য অসংখ্য

 

ভালবাসতাম ইটালীর ডোনাডোনী

জার্মনের লোথার ম্যাথিউস

সিঙ্গার রিচার্ড মার্কস।

এখন সব পছন্দের রুপ

চলে এসেছে যেন তোমার মাঝে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top