Top today
জনগণই মুখ্য.
ঘুমন্ত সরকার রসাতলে দেশ তো
সাধারণ জনগণ বলে আহা! বেশ তো।
মন্ত্রী এমপি আতিপাতি নেতাগণ,
খায় খায় শুধু খায় ভোগে শুধু জনগণ।
নাই হাসি, নাই সুখ মানুষের চিত্তে
নেতাগণ সারাদিন বলে যায় মিথ্যে।
চাই শুধু শান্তি, চাই নাতো দুঃখ
মেনে নেও নেতাগণ জনগণই মুখ্য।