Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

দুটি কবিতা

: | : ৩০/১১/২০১৩

(১)

 

আমি

 

যখন ডাকবে তুমি আবার আসবো

যেটুকু বুকের মাঝে অভিমান জমা আছে

সেটুকুই তো শুধু ‘আমি’ !

 

(২)

 

বোরখা

 

নির্বাপণ বলো না–

যেটুকু গোধূলির আলো লেগে আছে দেখে নিতে দাও শেষ বার

প্রিয়ার মুখখানি…

সাঁঝ এলে অন্ধকার টেনে নেবে তার

বোরখা–

আবার সকাল হবে কবে ?

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top