Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

ভাল আছ নিশ্চয় ?

: | : ৩০/১১/২০১৩

ভাল আছ নিশ্চয় ?

থাকো , কোন হিংসা নেই এ চিত্তে
সুখের ঢল নামুক তোমার জীবন বৃত্তে ;
যে আশ্বে নরক ত্যাগিয়ে গিয়েছ স্বর্গে
সকল স্মৃতি ঠেলে দিয়ে মর্গে ।

তা পূর্ণ যেন হয়

জীর্ণ কুটিরে বসত অজস্র যাতনার
অভ্র চুম্বি কেল্লা যেন সুখের পাহাড় ;
বড় বেশ ! তোমার ভাবনা চিন্তা
আমাতে নুন আনতে ফুরায় পান্তা ।

নিত্য দিন অভাব লেগে রয়

তোমার স্বর্গ রাজ্যে করিওনা আমন্ত্রণ
লভিবার লালসা পাবকে হইব দহন ;
দারিদ্রে নাকি মানুষ লোভী হয়
আমিও তো হতে পারি ?
দিওনা কভু তুমি পুর্ব পরিচয়
কর যুগলে মিনতি করি ।

তোমার যেন অশান্তি না হয়

যদি কষ্ট পরশ দেয়
দুঃখ কাছে টেনে নেয় ,
অসহ্য অনলে পুড়ে হইব ছাই
তোমার কষ্ট সহিতে না পাই ;
কভু শুনিলে মন্দ খবর
রচিত হইবে মোর কবর ।

সুখে আছ নিশচয় ?

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top