Today 30 Oct 2025
Top today
Welcome to cholontika

মায়ের স্মৃতি

: | : ৩০/১১/২০১৩

দূর আকাশে মেঘের ডানায় ওড়ে রঙিন ঘুড়ি
দেখে যেন মিষ্টি হাসে দুষ্টু চাঁদের বুড়ি….।
পাখির গানে নিঝুম বনে সন্ধা যখন নামে
খুকু লেখে মায়ার চিঠি হলুদ রঙের খামে
লাল সবুজের আল্পনাতে আাঁকে মায়ের ছবি
কষ্ট কথার কাব্য লেখে মস্ত যেন কবি
আকাশ পাড়ায় কান পেতে সে মায়ের কথা শোনে
জলের ধারা দেয় উঁকি তার চপল চোখের কোনে
খোকন বলে, পাগলি খুকু ভীষণ রকম বোকা
একলা বসে দিন রাত্তির কিসের লেখা জোখা!
তারচে ভালো সবার মাঝে মনটি মেলে রাখা
কিংবা সকল স্বজন- জনের বন্ধু হয়ে থাকা।
খুকু তাকায় উদাস হয়ে, কোন অজানা টানে
ভাবে আহা কেউ যদি মার খবর বয়ে আনে
মা গিয়েছে হারিয়ে কবে অনেক দূরের দেশে
আসবে না সে আর কখনো হলদে পরীর বেশে
পারে না সে উড়াল ডানায় যেতে মায়ের কাছে
এই কষ্টই বুকের বনে পাঁপড়ি মেলে আছে !

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top