কাউকে ঠকাই অথবা ঠকাই না
ঠকেছি হাজার বার;
সে ঠকেছে হয়তো আমার কাছে একবার
ঠকে বসে আছি হয়তো, ভাবছি!
ঠকলাম যার কাছে ভাবে নাই সে
অথবা ঠকেছে সে আমি গুনাক্ষরেও ভাবি নি।
নিয়মের ব্যতিক্রমও ঘটে জীবনে
কখনো কাউকে ঠকাতে চাইনি
অথবা ঠকাতে গিয়েও ফিরেছি শুণ্য হাতে,
হয়তো প্রয়োজনের অতিরিক্ত
Top today
তুমি ছিন্নমূল শিশু
তোমার অধিকার কোথায় ?
তুমি কি ফেলনা কোন বস্তু স্বরুপ
সমাজের অবকাঠামোতে
তুমি কি শুধুই নামে শিশু,
ডাস্টবিনে পড়ে থাকা
মুখে কালো দাগ,
আস্টে গন্ধে শরীরে
সমাজের নষ্ট প্রমান পত্র নিয়ে
বেড়ে ওঠার পদচারনা…।
চাঁদের সনে মেঘ উড়ে
জলের বুকে ঢেউ
আমার মনে দোলা লাগে
বাসবে ভাল কেউ?
যে আমাকে বাসবে ভাল
তারে দেবো হৃদয়
হৃদয় তাহার ভরিয়ে দেবো
সোহাগ প্রীতির চুমোয়,
হিরের আংটি সোনার বালা
সাত-নড়ী হার গলায়
বেনারশী শাড়ী দেবো
লাল আলতা পায়;
আদর দেবো সোহাগ দেবো
দেবো প্রীতি অন্ত প্রান
প্রেম-দোলনায় দোলে দোলে
গাইব প্রেমের গান;
সোনার