অনুজ পথিক কহে অগ্রজকে
ভুল পথে হাটছো তুমি,
বিপদ আসন্ন ।
অগ্রজ বিরক্তির স্বরে –
তুমি অতি জঘন্য,
তুমি জানো না কত গার্ড-পহরী আমার জন্য ?
আছে কত শত ভক্ত
চাইলে দিয়ে দেয় রক্ত ।
অনুজ কহে বিনয়ে –
পথে বিছায়েছ যত কাঁটা, নতুন
কবিতা
কুয়াশার কাঁদা
কে,এইচ, মাহাবুব
********************
দাদার পায়ে লেগেছে কাঁদা
বল কি করে ছাড়াই তা ,
দাঁড়ীয়ে থেকো তুমিএখানেই
ধুয়ে আসি পা ।
চারিদিকে শূন্য ভিটা
নেই কোথাও পানির পুকুর ,
ঘাস দলে দুটি পায়ে
শিশির বিন্দুতে শিশির করছি দূর ।
দূর্বাঘাসে লিখছি নাম
শিশির বিন্দু দলে পায় ,
একটু পরেই মুছে যাবে
রৌদ্র লাগলে
স্টেশন
—————–
ঘুরা ঘুরি করছো র্দীঘক্ষণ,
ঠিকানা জানা নেই বুঝি?
আজি বুঝি এলে ?
তোমাকে দেখেই বুঝেছি,
মহেমান তুমি আমারই মতো ।
ফ্যাকাশে দেখাচ্ছে ঠোট,শুকনো,
গোছল হয়নি র্দীঘ দিন ।
হাত পা ছুড়ছো কনে?
বেশীদিন থাকার আশায় দখল হচ্ছে জায়গা,
আপন অস্তিত্ব ঘোসিত সর্ব সন্মুখে ।
প্রথম দেখেই বুঝেছি,
তুমি এখানে ছিলে না,
দেশের মানুষ দেশের মালিক
সংবিধানে লিখা
ভোটের সময় কে দেবে ভোট
দেবেন নাকি কাকা,
জোট ভেঙ্গেছে ভোট করিবে
বিরোধী দল বাঁকা
খালি মাঠে এমন সুযোগ
গোল করিবে ফাঁকা,
ফাঁকা মাঠে বাঁকা পথে
জয় করিবে ভোট
শান্তির নামে ভ্রান্ত পথে
শয়তান বাঁধে জোট,
জোট বাঁধিয়ে লুঠ করিবে
দেশের সম্পদ প্রাচার
অনাচারে অবিচারে
কাঁদো মানুষ আবার,
সময় থাকতে