কে বলেছে !!!!
আমি কিছুই পারি না, জানি না….
এই যে আমি হাসতে জানি
হেসেও জল ঝরাতে জানি
গড়িয়ে পড়ল বুঝি দু’ফোটা পানি।
স্বপ্ন দিতে পারি দুচোখে তোমায়
এলোমেলো চুলে আলতো ছোঁয়ায়,
ঘুমের রাজ্যে নিয়ে আসতে পারি ঘুরায়।
জানি কিন্তু তোমায় নিয়েও লিখতে
নতুন নতুন শব্দের দোলনায় দুলতে
লেখার ট্রেনে
Top today
তোমাকে বলছি
– মোঃ ওবায়দুল ইসলাম।
কন্টকাকীর্ণ পথে রক্তাক্ত দেহে চলছি ব্যস্ত
অভিসারে,গেরস্তের দ্বার বেয়ে তোমার সম্মুখস্থ
রাস্তা দিয়ে। তুমি গৈরিক ছন্দে – আন্দন্দে হেসে
বললে – “একটু বিলম্বিত হোক যাত্রা ” ভালবেসে।
পরস্পরকে আকঁড়ে ধরে টিকে আছে পিরামিডের
পাথরগুলো,অস্তিত্বমান দূর্ভেদ্য প্রাচীর ইস্টক চীনের।
আমি (অবোধ)
কেন তবে আগমন, কেন পুন প্রস্থান
নিজের কাছে প্রশ্ন–নিজেই হতজ্ঞান!
মাতৃভক্তি বুকে যার
মাতৃ-আসক্তি পিঠে তার
মধ্যে কিছু সময় আনন্দবেদনার।
খাই যে পাত্রে ছিদ্র করি সহস্র
যেস্থানে বাস নগণ্য তা অজস্র!
বিধিনাম জপ জপ
বিধানের অনিষ্ট সব
দেশকে লুঠ করি দেশভক্তি অভিনব।
মুখে স্বদেশানুরাগ–হৃদি বৈদেশিক
দশের কাছে পরিচয়, বড় দেশপ্রেমিক!
মাটি বিরাট