Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

পূর্ব প্রকাশের পর

মুক্ত কর ভয়

আপনা মাঝে

দূরহ কাজে

নিজেরে কর জয়।

আ আ আ আ

দূর্বলেরে রক্ষা কর

দূর্জনেরে হান

নিজেরে কভু নিসঃহায়

ভেবনা কভু যেন।

মিজান এই প্রথম বারের মত অফিসে অনটাইম পৌছল।তার রুমে দরজা খুলে ঢুকতে গিয়ে থমকে দাড়াল।

কেও একজন বেমানান সুরে বেমানান গলায় ব্যকূল ভাবে

যৌবন তুমি কচি ডাব,
তোমার স্বাদ গ্রহণের আশায় হয় না দা’এর অভাব।
যৌবন তোমার গায়ে মাখা মিষ্টির প্রলেপ,
তোমার পানে  পিপীলিকার লোভী পদক্ষেপ।
তোমার মাজারে নানান ভন্ড মুরিদের আনাগোনা,
তোমার দানবাক্সে দু’পয়সা ফেলে তোমার আশীর্বাদ করে প্রার্থনা।
তোমাকে হস্তগত করিবার কি যে ব্যাকুলতা,
তোমার জন্যি তাহার যেন

কমে যাচ্ছে বানের পানি
সেতো ভালো কথা ,
রোগ ব্যাধি বাড়ছে রোজই
বাড়ছে গায়ের ব্যাথা ।

জল বদ্ধতায় জলের গন্ধ
মশার ভাল তাই ,
জল থাক সারা বছর
পুং পাং গান গাই ।

বেড়ে চলেছে ডায়রিয়া রোজ
গা – হচ্ছে পানি শূন্য ,
ওর স্যালাইন যার না জুট’ল
বানানো স্যালাইন তার

কিরে তুই এখানে কি করছিস
দাঁড়ীয়ে আছিস কেনরে ?
কাপড় কিনব কাপড়
দাঁড়ীয়ে দাঁড়ীয়ে ভাবছি তাই ভাইরে ।
কার জন্য কাপড়
তোমার মার জন্য নাকি ?
মায়ের জন্য কেন
বউয়ের জন্য ।

তুই বিয়ে করেছিস
সে-কি !

বিয়ে করেছি আজ বহুদিন
বছর হল তিন চার ,
দিতে হবে মেয়ের বিয়ে
কেটে গেল ক’দিন

যাত্রার আয়োজন
————-
দুপুর গড়িয়েছে কখন,
আজও গোছানো হয়নি যাত্রার আয়োজন ।
ভোর হয়েছিল সেই কবে,
প্রথম দেখেছিলাম আলো পৃথিবীর ।
যাত্রা শুরু সে থেকেই ।
বড়ই সহিষ্ণ গাড়োয়ান, তাড়া দিচ্ছে না মোটেই ।
যাত্রা যেন ছকে বাঁধা, যেখানে যতটুকু
দাঁড়ানোর কথা ঠিক ততটুকুই ।
নৌ পথে যাত্রা ঘাট থেকে

এইখানে বসবে এসো

এমনভাবে দাড়িয়ে থেকো না

পেঁচার মুখের মত করে এমনভাবে তাকিয়ে থাকার কি আছে?

ঠিক আমার পাশে বসো

হাতে হাত চোখে চোখ রাখতে হবে না

শরীরের সাথে লাগাতে হবে না শরীর,

খুব বেশি সময় বসতে হবে না

তাড়া থাকলে মিনিট দুয়েক বসেই চলে যেও

আর নইলে

 

বেশ কয়েকদিন হল শেভ করা হয় না।করব করব করেই করা হচ্ছে না।দুই একজন বন্ধু মাঝে মাঝে মৃদু হেসে বলে-কী রে দেবদাস হয়ে গেলি নাকি?

আমি শুধু মুচকি হাসি।কিছু বলি না।ভাবি,শেভ না করলে বুঝি দেবদাস হয়ে যায়?আমার প্রিয় বন্ধুর ধারণা-যে মেয়ের সাথে

আমি কষ্ট পেতে ভালবাসি
কষ্ট দিতে পাই জ্বালা ;
যে করে মোরে ঘৃণা
আমি দেই তারে প্রীতির মালা ।

মোর পানে না হেরিয়ে কেহ
বদন ফিরায়ে লয় ;
পশ্চাতে যদি মোর কুত্‍সা রটে
সবার কর্ণে কয় ।

তবুও ভালবাসি তারে আমি
দেই সদা মান ;
হয়না তো ঘৃণা সৃজন
বাড়ছে হৃদয়

 

 

 

সংসার সুখের হয় রমণীর গুণে…………….

অবাক হওয়ার নেই তো কিছু এই বাণী শুনে

বেকুব নয়, জ্ঞানী-গুণী এই কথা গেছেন বলে

বোকামির তরে নিজের কান নিজে নেন শতবার মলে,

ছোট থেকে পবিত্র এই বেদ-বাক্য শুনে শতবার

তবু কেন হলো ধারনা

আমাদের দেশে দিনদিনই সরকারি চাকুরী দুঃসাধ্য হয়ে পড়ছে । একে কোটা পদ্ধতি অন্যদিকে ঘুষ এই দুয়ের সংমিশ্রনে সরকারি চাকুরী কিছু আলাদা শ্রেনীর মানুষের চাকুরী বলেই গন্য হচ্ছে । তাই সাধারন মানুষের ক্ষেত্রে এই চাকুরী এখন অনেকটাই দুস্প্রাপ্য । বাধ্য হয়ে

go_top