নতুন মেঘের নতুন যৌবন নিত্যদিন রাত,
এর ব্রাত্যই ঘটে না কখনও, দিগন্তের গা ঢলে জড়িয়ে থাকে মিলনে
তার সাথে বাতাসও ফুলেফেঁপে উঠে, আবার ভাটার মত চুপসে যায়
তয় লীন হবার কালে নিত্য যাই ক্ষয়ে।
এই যে হাওয়া মেঘের বৃষ্টির খেলা,
নিত্য গ্রহন লাগা পৃথিবী জুড়ে,
মানুষ তো তুই
ভালবাসিস না কেন!
বকুল শেফালী জুঁই,
নস তো দেবতা
তবে অপ্রিয় কেন?
গল্প গান কবিতা।
প্রাণ ভরে নিচ্ছিস শ্বাস
অপছন্দের তালিকায় কেন?
তরুলতা সবুজ গাছ।
নিজেকে নিয়ে কাটাস ছুটি
একান্তই নিজের লোকদের নিয়ে
একাকী খাস লুটোপুটি।
তুই বড্ড ঘুম কাতুরে,
ভালবাসিস না জোছনা ভরা রাত,
কেনোরে মনটা তৈরী তোর পাথরে?
সাগর না