তুমি শেষ পত্রে কহিছ আকুল স্বরে
কভু দূরে যেওনা ভুলনা মোরে
তোমার বক্ষ পূর্ণ প্রেম শুধু মোর
তুমি আমি যুগলে একটি অন্তর ।
আমি তোমার একমাত্র বিশ্বাস
বিশুদ্ধ অক্সিজেন তোমার নিঃশ্বাস
না হেরিলে মোরে আধা দণ্ড
হৃদয় ভেঙ্গে হয় লন্ডভন্ড ।
পাশে না রহিলে হারাম নিদ্রা আহার
মন হয়