আজ দেশ মহা সংকটময় অবস্থায় পতিত হয়ে গেছে । খবরের কাগজ, গনমাধ্যমের সংবাদ কোথাও সহিংশতা ছাড়া কোন সংবাদ নেই । অবরোধ আর হরতালে আটকা পড়ে গেছে দেশ । ককটেলবাজিতে পুড়ে মানুষ মরে যাচ্ছে ।রেল লাইন উপরে ফেলে মানুষকে মারা হচ্ছে
Top today
-দোস্ত কেমন আছিস?
-ভাল।তুই?
-আছি কোনরকম।এই সামনে সপ্তাহে কি পরীক্ষা?
-ইকোলজি।
-সিলেবাস?
-প্রথম দুই চ্যাপ্টার।
-পড়া শুরু করেছিস?
-আরে না,এত আগে পড়া শুরু করার ইচ্ছে নেই।এই রাখি,পড়ে কথা হবে।
-আচ্ছা।
এই বলে মোহিত কল কেটে দিল।সিলেবাস,পরীক্ষা সবই জানতো,তবুও কল দিয়েছে।কেন জানি,মেয়েটার সাথে খুব কথা বলতে ইচ্ছে হয়।প্যান্টটা পড়ে।সাথে লাল
চট্টগ্রামের সাতকানিয়ার সাহেদ বাঁচতে পারলো না,
কুমিল্লার রিকশাচালক বাবুল মিয়ার মত্যু পিছু ছাড়লো না ।
হরতালের আগুন, পেট্রলবোমা ও ককটেল বিস্ফোরণ
ফকিরনিরহাটে টেম্পোচালক এরশাদ আলীর জীবন
ঘরে ফিরতে পারলোনা জীবন নিয়া
ফেনীর অটোরিকশাচালক দুলাল মিয়া ।
রামপুরায় অগ্নিদগ্ধ মোহাম্মদ মোজাম্মেল লেগুনাচালক,
চান্দনা চৌরাস্তায়