ভালবেসে ভুলে গেছে প্রেমিক বহুদিন আগে,
আজ অভিমান মুছে গেছে প্রেমিকার মনের;
যে জোনাক জ্বলেছিল সেই সব রাতে
তা মরে আজ ভুত হয়ে গেছে,
যেই সব রাতে প্রেম ছিল দুজনার মনে,
যেই সব রাতে স্বপ্নগুলো চলে যেত আসমানে;
চাঁদ এসে নিয়ে যেত কামনার রুপ,
আকস্মাৎ তাতে
Top today