আমি বার বার ফিরে আসি পৃথিবীতে
পৃথিবী কবে শান্ত হবে তা দেখতে।
কবে কে যেন আঘাত করেছিল তাকে
সে আঘাত সইতে না পেরে
আজও আর্তনাদ করে করে
ছুটে চলেছে পৃথিবী একই বাঁকে বাঁকে
একই ঘূর্ণি পথে
একই কক্ষপথে।
কষ্ট নিয়ে নিয়ে ছুটে চলা পৃথিবীর
সেই আর্তনাদ শুনতে কি চাও