রিকশা থেকে নেমে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বাসস্ট্যান্ডের দিকে হাঁটতে শুরু করলো লিটন। ঢাকার বাস তাকে কষ্ট করে খুঁজে বের করতে হলো না। একটা ছোকরা এগিয়ে এসে বললো, ঢাকানি যাইবেন স্যার ?
লিটন হ্যাঁ-সূচক মাথা নাড়তেই ছোকরা ব্যস্ত হয়ে পড়লো-
-আইয়্যেন স্যার, সামনে
জ্বলছে রিকশা; জ্বলছে বাস
ভাংগছে গাড়ী, ভাংগছে কাঁচ,
জনতা হলো বুঝি তুরুপের তাস;
রক্তে লাল পথ; রাস্তায় লাশ,
পেছাচ্ছে পরীক্ষা ; বন্ধ ক্লাশ।
সুনসান অলিগলি; নি:শব্দ আশপাশ,
উৎকন্ঠায় কাটে দিন রাত মাস।
গুম হচ্ছে মানুষ; বাড়ছে ত্রাস,
সবুজের লাল সূর্যের লেগেছে পূর্ণগ্রাস!
একাত্তরে কি ভেবে হয়েছিল স্বাধীনতার বীজ চাষ?
পরাধীনতায়