ফুল যদি হও
পাঁপড়ি মেলে ফুটো
হৃদয়ের সুবাস দাও ছড়িয়ে
মধুকর চুমিবে অধর মধুর গান গেয়ে ;
চাঁদ যদি হও
দাও জ্যোৎস্নার আলো
দূর করো রাতের কালো
আমি তো অপেক্ষায় ওগো বাসতে ভাল ;
মেঘ যদি হও
আকাশে ভাসো
ভেসে ভেসে উড়ো
তৃষ্ণার জলধারা হয়ে হৃদয় মরুতে ঝরো ;
নদী যদি হও
সাগরে