Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

এমন করেই চলবে বুঝি
যেমন করে চলছে।
এমনি বুঝি গণতন্ত্র
যেমন তারা বলছে।

এক কদমও এগোয় না
ত্যাড়া ছাগল দাঁড়িয়ে।
কখনও কখনও উল্টো টা
বরং যায় পিছিয়ে।
এমনি বুঝি গণতন্ত্র
অবুঝ গোঁয়ার ছাগল।
কান ধরে টানলেও
নেতিবাচক ফল।

চকলেটের বায়না যেমন
অবুঝ শিশুর নাদানি।
ক্ষমতা চাই-ই চাই
অন্য কিছু ন-মানি।
ক্ষমতা যেন মিষ্টি চকলেট
জিভে আনে লালা।
লোভী

এক চোখ তোর চন্দ্র
অন্য চোখ সূর্য
এক চোখে জ্বালাস বড়
অন্যে চোখে চালাস,
ভালবাসার তূর্য ।
পোড়াস কেন এত করে
তীক্ষ্ণ রোদের ঝলকানিতে?
চন্দ্রটাকে ঢাকিস কালো মেঘে
আঁধার ছোঁয় মনের বেলকনিতে!!
সূর্যতে দেখ জল ঝরে!!
আলোয় হাসে না চন্দ্র
চন্দ্রে না পায় আলো,
যদি না হাসে সূর্য।
মিলেঝিলে চন্দ্রে সূর্যে
আলোয়

তোমার সাক্ষাত সন্ধান কিছুই পাইনা
প্রকাশ করিব হৃদয়ের সুখ যাতনা
নিরুপায় ,তাই বের করি ফটো খানা
অনেক কথা বলি সে তো হা-না কিছুই কহেনা ।

এক তরফা হয় শুধু কথোপথন
এতে কি জ্বালা হয় নিবারণ ?
যেথায় রাখি সেথায় নিশ্চুপ ভাস্কার্য
বদন খুলে একটি বচন কহিল না

চলন্তিকা
তুমি শুধু একটি নাম
তাই তোমাকে জানাই সালাম।
চলন্তিকা
তুমি আমার প্রেম ভালোবাসা
তোমাকে নিয়ে অনেক আশা।
চলন্তিকা
তুমি আমার প্রাণের প্রাণ
তুমি থাক চির অম্লান।
চলন্তিকা
তুমি আমার হৃদয়ের হৃদয়
তোমার যেন মরণ না হয়।

ওপারে ঘোর অন্ধকার ,
অমা-বর্ষার রাত ।
মাঝ নদীতে কে যেন দাঁড়ীয়ে আছে !
ঠাঁকুর মার ঝুলির ভূতের মতো দেখতে ।
ডরে গায়ের পশম গুলো
একের পর এক জেগে উঠছে ।

নাকি কোন এক জেলে মাছ ধরছে ?
চিংড়ি পোনা পুটি ঝাটকা ।
এ রাতে কেউ ঘর থেকে

চোখের আলো হয়ে           মনের আশা ছুঁয়ে
ধূসর  গোধূলীর   আলো,
হিমের ছোঁয়া মেখে         ভোরের আলো এঁকে
রাত দিনেরে বাসে ভালো।

ভোরে কুয়াশা নিয়ে       সোনালী আলো দিয়ে
আঁধার ভরেছে আলোয়,
রাতের অভিমানে           দিনের আলোড়নে
এ   পৃথিবী   স্বপ্নময়।

স্বপনের টানেতে           কোকিলের গানেতে
জীবন কাছাকাছি আসে,
শেফালীর সুবাসে         তারা ভরা আকাশে
শিশির 

 

 

লাস্যময়ী কিশোরীর ঠোঁটের মতোন

এক খানি রূপালী চাঁদ উঠে গগনে

স্নিগ্ধ আলোয় জুড়ায় মনের উঠোন

চেয়ে থাকি এক দৃষ্টিতে মুগ্ধ নয়নে;

চন্দ্র আলোয় পিপাসিত কাতর মন

তক্কে থাকি দেখা হবে কখন স্বপনে

আকাশে যুবতী চাঁদ রূপের বসন

কানে কানে

আমার ভাইয়া তখন ক্লাস টেন-এর ছাত্র। ভীষণ ফাঁকিবাজ।
তার খাওয়া-দাওয়া, খেলাধুলায় কোনো সমস্যা নেই। তার যত সমস্যা পড়ালেখার সময়। পড়তে বসলে তার একটি একটি করে সমস্যা বের হতে থাকে।
পড়তে বসল। পেট ব্যথা। কয়েক মিনিট পড়ার পরই সে হাত দুটো পেটে চেপে

বসে আছি
যুবতী-যুবকদের ব্যস্ত অব্যস্ত আনাগোনা
প্রাণে শূন্যতা মম।

চোখে মনে দেহে তৃষ্ণা
মিশে যায় বাতাসে তার তাপ।

কড়াঘাত করে
তুলতুলে প্রাণে
ছুটে আসে
নিঃশব্দে পাশে বসে
বাড়ানো অবয়ব
সামনে ভরাট দু খানি পা।

ঘাড়ে খোঁপা
ওড়নার ঘোমটা
নাকের কাছে ঘাম
স্পর্শ করে রুমাল
চিকন হাতে ক্ষীণ লোম
জাগে দ্বিগুণ তৃষ্ণা।

সে

নিয়ম অনুযায়ী প্রতিমাসের ১০ তারিখের মাঝে যারা ২০০ এর অধিক মন্তব্য করবেন তারা সবাই অতিরিক্ত ১০০ পয়েন্ট বোনাস পাবেন। সে হিসাবে আজ আমির ভাইকে ১০০ পয়েন্ট বোনাস দেয়া হল।

go_top