এমন করেই চলবে বুঝি
যেমন করে চলছে।
এমনি বুঝি গণতন্ত্র
যেমন তারা বলছে।
এক কদমও এগোয় না
ত্যাড়া ছাগল দাঁড়িয়ে।
কখনও কখনও উল্টো টা
বরং যায় পিছিয়ে।
এমনি বুঝি গণতন্ত্র
অবুঝ গোঁয়ার ছাগল।
কান ধরে টানলেও
নেতিবাচক ফল।
চকলেটের বায়না যেমন
অবুঝ শিশুর নাদানি।
ক্ষমতা চাই-ই চাই
অন্য কিছু ন-মানি।
ক্ষমতা যেন মিষ্টি চকলেট
জিভে আনে লালা।
লোভী