প্রত্যাশা থাকে কখনো মন থেকে
কারো মনে আমার জন্য;
এক কণা ভালবাসা জমা থাক,
দুষ্ট কপোত কপোতিরা যখন
আনন্দের গান গেয়ে বেড়ায়,
বাজনার তালে তালে ময়ূর ময়ূরী
পেখম তুলে নাচে…..
তাদের আনন্দে আমি গাইতে পারি না
সুরের তালে মন পারি না দোলাতে;
দু:খ ভাবনারা তাড়া করে পিছু।
আমিও সুখে দুলতে
Top today
খুব প্রভাতের মিষ্টি বাতাস,
কুয়াশাচ্ছন্ন ভোরের শিশির
ঘাসের ডগায় মুক্তোর দানা
জ্বলমল করা রৌদ্রজ্জল সকাল;
দুর থেকেই ছুঁয়ে যাই
শিশিরের স্পর্শ;
হিম হিম অনুভব আংগুলের ডগায়,
শিশিরের কাছে গেলেই স্পর্শে গলে যায়;
আমার কঠিন হাতের স্পর্শ ওর সহ্য হয়না।
প্রভাতের মিষ্টি বাতাস
আমায় দেখে স্থির দাঁড়িয়ে পাতায়
লুকোচুরি খেলে আঁড়ালে থেকে,
আমার
এসেছিল পহেলা বৈশাখ
বাহিরে ইলিশ পান্তা খাওয়ার সময়
শহুরে পান্তা খাদক ফুটপাতের বাসিন্দারা
অবাক ও প্রশ্নবোধক চোখে তাকালে
অবচেতন মনে বলেছিলাম আজকেই শুধু।
ইটের গুমোট থেকে গিয়েছিলাম জনসমুদ্রে
কুঁড়ে ঘরের চাল ভেদ করে আসা
বৃষ্টির ফোঁটায় গ্রামের যারা ভিজে যায়
তাদের অন্নের স্বাদ নিতে।
যারা খায় নিত্য পান্তা
তারা কাঁচামরিচ