কবিতা হারিয়ে গেছে, পাইনি কোথাও আর,
যে ভোর রোদেলা শিশিরের
তার দেখা পাবো কি আবার?
যত রাত জাগলে পাখির সুর হয় মধুর;
যত আন্দোলনে সমুদ্রের জল পায় মিষ্টতা;
কত রাত জেগে ভোর হলে,
কত আন্দোলনে দেশ মহাদেশ পাড়ি দিলে।
পাবো তার দেখা ভোরে
যেখানে
একদিন প্রলেপ খসে পরবে
হবে সত্যের উন্মোচন।
ঢেকে রেখেছে আজ যা
অজুহাতের রং মাখা বচন।
অবরুদ্ধ করেছে দৃষ্টিগতি
মাত্রারিক্ত আলোর ঝলকানি।
ভুলিয়ে দিয়েছে সাদা কালো’র প্রভেদ
মায়াজালের সম্মোহনী।
রঙিন সামিয়ানায় ঢাকা অনুভূতির আকাশ
মনগড়া আবহাওয়া বার্তা।
কত আদ্র মেঘ জমে গেছে;
সামিয়ানায় আটকে গেছে খবরের আত্মা।
আলগা আলোয় প্ররোচিত অনুভূতি
লাল নীল প্রতারক