পতিতাবৃত্তির মতো একটি নিকৃষ্ট পেশা আমাদের সমাজে আজ গেড়ে বসেছে। এই পেশার সাথে জড়িয়ে কত নারী যে তাদের জীবনে ধ্বংস ডেকে এনেছে, কত পুরুষ যে সহায় সম্ভল হারিয়েছে পতিতালয়ে গমন করে তার কোন ইয়ত্তা নেই। মান
যেখানে জীবন প্রতিটি ক্ষণ
পর অথবা আপন জন
নিয়ে বাঁধে সুখের ঘর,
প্রভাতে উঠিয়া সোনালী দিবাকর
আলোয় ভরায় সারা ঘরখানি।
সেখানটা কোথায় সবাই জানি
মুখস্থও আছে সবার মুখে।
এই বাংলার বুকে।
যেখানে সুখের ঘরে
হাজার দুঃখ হাজার থরে
সাজিয়ে ওঠে; আমাদেরই দোষে
আত্ম অহংকারের বিরস রোষে।
নিজের মাথায় নিজেই করি আঘাত।
তখনি জীবন