Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

ভালোবাসার নিশান নিয়ে
তুমি আর আমি ছুটবো অটল গতিতে
প্রেমের আলো ছুঁড়ে
হৃদয়হীনদের মুখ ভোঁতা করে।

আবদ্ধ হবো অটুট বন্ধনে
প্রশান্তির নিঃশ্বাস নিতে
আশ্রয় নেবো সজ্জিত কোনে
পাবো না রক্তচক্ষুর ভয়।

চৈত্রের খরায় ফেটে যাওয়া মৃত্তিকার মতো
তৃষিত হৃদয়ের পিপাসা মেটাতে
তোমার চুলের খোঁপা খুলে দিব আমি
নক্ষত্র নিভে যাবে
তোমার অবয়বের

রাত জাগা
মিলন বনিক

ইদানীং জেগে উঠি,
নিশুতি রাতের নিস্তব্দ আঁধারে,
একটি জোনাকীর আহবানে।
মৃদু স্পর্শ দেয়,
পৃথিবীর সমস্ত কোমলতা দিয়ে
তন্দ্রা বিভোর অলস শরীরে,
ঠিক প্রিয়ার হাতের নরম স্পর্শ যেন,
আলতো ভাবে গতিপথ সৃষ্টি করে,
রূক্ষ এলোমেলো চুলগুলোর ভাঁজে ভাঁজে।
লুকোচুরি খেলে,
মশারীর সীমাবদ্ধ বেষ্টণীর ভিতর,
কখনও হৃদয়ের অনন্ত গভীরে,
অন্তর মেরূর সীমারেখা

আসমানী এ বানীরে যারা ঘৃণা করলি হায়
তোদের মত অধম পাপী আর দুনিয়ায় নাই।
হে আল্লাহ,হে রাসুল (সা:)–
তাদেরে হয় হেদায়াত দাও নয় মরন দাও ।
হে মুমিন —
তোমাদের তরেএ দুনিয়া শ্রান্তি শান্তির নয়
যতদিন না ইসলামী পতাকা তোমার নিজের না হয়।
ঘরে বাইরে আলোকে আধারে

জীবন অনুভূতিময়, শাশ্বত ও অস্পৃশ্য অস্তিত্ব, যা ঘটনাবহুল গল্পের সমারোহে ভরা কিছু সময়ের সমষ্টি, কিছু স্থির স্মৃতি বিজড়িত একটি আত্নার ক্ষণিক অবস্থান এই মহা বিশ্বে।যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না; তবে জীবনের বিশেষ এক মুহূর্তে তার প্রকৃত অস্তিত্ব ধরা

আড্ডা দিনভর
কথা ফুটে হড়বড়,
ধাওয়া, পাল্টা ধাওয়া
কেউ হঠাৎ হাওয়া;
মজার মজার মন্তব্য
জানি না, কেউ কারো গন্তব্য,
বিশ্ব জুড়ে বন্ধুত্ব
সম্পর্কটা…বোন, বন্ধু ভ্রাতৃত্ব।
ঝরে পরে কত অনুরাগ
কেটে যায় মনেতে দাগ
উচ্ছাসে আর আবেগে
সময় পার শত অভিযোগে।
জানা অজানা তথ্য
কত কাহিনী কত নৈপথ্য,
শেয়ার নিমিষে
মুহুর্ত, ভাল লাগা আবেশে।
কত কিছু শেখা

 

একজন খুব সাধারন রিকশাওয়ালার সাথে কাল রাতে ঢাকার রাস্তায় কথা হচ্ছিল । তার কথায় যে মুগ্ধতা পেয়েছি তাতে বার বারই মনে হচ্ছিল বাংলাদেশ ঘুরে দাঁড়াবে খুব শীঘ্রই ।রাস্তায় যেতে যেতে সে বলছিলো তার ছেলেকে সে তার মতই নাকি হিরো

* ক্ষুদ্র বস্তুর প্রতি গভীরভাবে অন্তর্দৃষ্টিতে তাকালে অনেক তথ্য আবিষ্কার হয় *

* কিছু মানবের হৃদয়ের অন্তরালে এক প্রকার কষ্ট অবিরাম পোড়ায় ,প্রকাশে দহন মাত্রা আরও সহস্রগুণ বাড়ে ; এ কষ্টের নাম আপন কষ্ট *

* দৃষ্টি হরেক রকম হয়ে থাকে -ভাল

পূর্ব প্রকাশের পরে

রুবিনা হটাত করে এক হটকারী কাজ  করে  বসলো তার বাবা,পরিবার,সমাজ সব কিছু কে উপেক্ষা করে। সে এমন না যে তার বাবাকে কেয়ার করেনা বা তার পরিবার,সমাজ এর আইন কানুন এর প্রতি সে শ্রদ্বাশীল না  তাও নয়। বরং সে

”ভ্রাতৃ ভাব ভাবি মনে দেখ দেশবাসীগণে
প্রেমপূর্ণ নয়ন মেলিয়া,
কতরূপ স্নেহ করি দেশের কুকুর ধরি
বিদেশের ঠাকুর ফেলিয়া”
– ঈশ্বর চন্দ্র গুপ্ত 
বাঙলার ভক্তিবাদী ঐতিহ্য অতিসুপ্রাচীন। আমরা মনেপ্রাণে বিশ্বাস করি,”বিশ্বাসে মিলয়ে হরি, তর্কে বহুদূর।” আরো বিশ্বাস করি,”ভক্তিতে মুক্তি, একিনে দরিয়া পার।”

আমরা পত্রাদির সূচনায় আবহমান কাল

মুখ থুবরে পড়ে গেছে জীবন পাথরের বুকে, পথ ভুলে মাঝি দাঁড় টেনে
চলে গেছে আলেয়ার সভায়; যে নদী ভুলে প্রবাহের দিক তার বুকে এনে
উড়ন্ত বাদাম উড়ে যায় দূরে অসহায় ডিঙি ডোবায় আলেয়ার আগুনে।

জন্ম দিয়ে চলে গেছে ব্রজবালা, স্বর্গদ্যানে গাছের

go_top