বলো তো কি ভুলের কারণে ?
আজ সুদূর ফারাকে দুজনে
চুপ রবে না , তুমি কি জাননা ?
নাকি জেনেও কহিতে চাওনা ?
বেশ !আমি কহিব সেই নিরেট সত্য বাণী
তোমাতে আমাতে ব্যবধান ছিল তেল আর পানি
শত চেষ্টায় যার হয়না কভু সংমিশ্রণ
ফারাক যেন একাল সেকালের
অস্থিতিশীল বাজার…..
…………………..ছবি
চিনি আছে নুন নাই
চায়ের কৌটাটাও খালি পাই
চাল থাকলে, নাই ডাল
মরিচ আনছে, নাই ঝাল।
দুধ তো ছিল ঘরে
শেষ হলো কবেরে!!
কৌটায় নাই বিস্কিট
জেরী রাগে খিটমিট,
এইবার রাঁধলে
তেলটা ফুরালে,
না আনলে কিভাবে?
এ বেলা ও বেলা চলবে।
আলু আনছ, বেগুন কই
কথাগুলো লাগছে টক দই?
পটল, পুঁই, মুলা লাউ
আনোনি