এভাবে পাশাপাশি ছিলাম দু’জন
হৃদয়ের কথাগুলো সে বলত তখন
সময় বদলাল, সেও বদলে গেল
এখন কালেভদ্রেও তাই হয় না কথন।
তার শরীরে মিষ্টি গন্ধ ছিল
আমায় মদির করে তুলত
ঠোঁটের হাসিতে ফুল ঝরত
কিন্নর কন্ঠ আমায় সারাক্ষণ-
মাতিয়ে রাখত।
আমি যখন রাত্রির কোলে ঢলে পড়ি
কই সে তো স্বপ্নেও আসে