বই মানুষের সবচেয়ে ভালো বন্ধু। বই পড়লে কেবল জ্ঞানের পরিধিই বাড়ে না সেই সঙ্গে শরীর ও মনের উন্নতি ঘটে। নিয়মিত বই পড়লে আপনি যেসব সুফল পাবেন।
ভালো বই পড়লে মানুষের মনের উন্নতি হয়। বই মনকে সৃষ্টিশীল কাজ করতে উৎসাহ দেয়। দু:খ-কষ্ট
বাফারিং… বাফারিং…
মহাকালের চাকা ঘোরে,
স্ক্রীনের দিকে চেয়ে আছে আব্দুল মতিন ।
কতদিন পর কথা হবে ফের
বন্ধুর সাথে, আহা কত দিন পরে…
ফেসবুকে চ্যাট হবে, কথা হবে স্কাইপিতে ।
উদগ্রীব, উৎকন্ঠিত চোখ
গলার কাছে উঠে এসেছে যেন
মিথ্যেরা সব উল্লাস করে
আকাশ-বাতাস কাঁপিয়ে।
সমস্বরে জয়ধ্বনির কোরাস তুলে
দু’আঙ্গুলে বিজয় চিহ্ন উঁচিয়ে।
তল্লাটে তল্লাটে মিথ্যের বিজয় পতাকা
দম্ভের হাওয়ায় দোলে।
শোভিত বিজয় মাল্য
মিথ্যের কৃষ্ণ বরণ গলে।
অহমের উজ্জ্বল প্রতীক
চর্বি ঠাসা মিথ্যের বিলাসী গতর।
আড়ালে থাকে মিথ্যের দুর্গন্ধ
গায়ে ফরমালিনের আতর।
সাম্রাজ্যের চিরস্থায়ী বন্দোবস্ত
সুপরিকল্পিত মিথ্যের আগাম বাজেট।
যেন ধ্বসে না