কিলবিল শব্দরা ভাবনার শহরে কর্কশ হাক ছাড়ে –
কিন্তু অপ্রত্যাশিত ম্যাজিকে সে লাপাত্তা দূরগামী নেশায়.
যেথায় আনন্দরা হলদে কদম হয়া উঁকি মারে ;
বিলুপ্ত নগরীর ঘুমহীন শালিকটা গানের নামে গল্প কয়ে ঠকায়,
অতঃপর শাদা শাপলা তার জন্য ঘুম ছাড়াই স্বপ্ন ফেরি করে !
তবুও এক