আমার ছোট্ট বাবুটা
বয়স নয় মাস হলেও
পাকামোটা অনেক বেশী
অনেক ভয় তাকে নিয়ে আমার
খেয়াল রাখতে রাখতেই যায় সারাবেলা
তবুও ধুলোয় লুটোপটি করে
মুক্ত আকাশের নীচে
ছেড়ে দেই অতি বিশ্বস্ত ধরনীর বুকে ।
কাজের ফাকেঁও দূর থেকে তাকিয়ে
সবি সহি সবি খাঁটি যাকে আমার পছন্দ।
বায়াত নিয়েছি যার মনের-নয় কিছু তার মন্দ।
চোখ বুজেছি-মেনেছি তাকে;তার কথাতেই ঈমান।
তার কথাই শাশ্বত সত্য তার কথাই প্রমাণ।
অন্ধভক্তিতে কুঁজো যুক্তি-যুক্তিকে করে গতিহীন।
চোরাবালিতে ডুবেছে পা-নিয়তি বাজায় বীণ।
বন্ধ রাখে যুক্তির খাতা ভক্তির চোরাবালি।
পীরের আদেশ মান্য করে মুরিদের