আকাশের দিকে তাকালে আমি
হারিয়ে যায় নীলের সমূদ্রে
চর্তুদশী চন্দ্রিমা হয়ে যায় তোমার মুখের মতন
সমূদ্রের দিকে তাকালে-
হারিয়ে যায় তরলের অতলে
গভীর থেকে গভীরে
সীমাহীন অতল সমুদ্রে…..
মরুভূমির সীমাহীন ধূ ধূ বালির প্রান্তরের দিকে
সাহস পায় না তাকাতে
এভাবে পোড়াও কেনো…..
…………………………. কাজী ফাতেমা ছবি
===========================
কথায় পোড়াও, চোখে পোড়াও
হালকা ঝড়ো হাওয়ায় উড়াও,
পোড়াও ধিকিধিকি অনলে
পুড়তে পুড়তে কষ্টের অতলে।
পুড়ি ড্রিল আগুনে…
পুড়ে অন্তর দুলকি
দেহ পোড়ায়, মন পোড়ায়
সর্বাঙ্গে ঝরে আগুনের ফুলকি…
কি আগুনে পোড়াও তুমি!
তেজ নাই উত্তাপে,
দেহে সয়, মনে সয়
চোখে জল ঝরে সন্তাপে।
নত হই সুখের
কৃষ্ণগহ্বরের অসীম ক্ষুধা।
যেন জনম ভুখা।
এক লোকমা ভোজ গ্রহ-নক্ষত্র।
সাদা তাহার অরুচির ফর্দ।
সর্বভুখ রাক্ষুসে খাদক।
আপন ছায়ারও চোষক।
কে জানে কতদূর তার উদরের ঠিকানা?
নিজের কাছে তার নিজেরই অজানা।
তার রাক্ষুসে মুখে লাগাম বাঁধিবে কোন্ সেয়ান?
তুষ্টির সীমা তার যে অফুরান।
সময়ের তালে ছুটছে তার ক্ষুধার গতি।
কে টানিবে