মেঘনা নদী পাড়ি দিতে বসে আছি প্রতীক্ষায়
যদি তুমি থাকতে আমার সাথে
তাহলে ছোট এক স্পিডবোট নিয়ে
শান্ত নদীর তীর ঘেঁষে বয়ে চলতাম দুর দিগন্তের কাছে
এক শান্ত নির্জনে ।
ধূ-ধূ প্রান্তরে একমাত্র বৃক্ষে দুটি পাখি ছোট একটা নীড়ে
যেভাবে মুখোমুখি বসে থাকে
সেভাবে স্পিডবোটে নীড় বাঁধতাম