Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

 যাহা চাই  তাহা পাই না,

 তাহা পেয়ে যাই,যাহা চাই না।

 যাহা ভাবি তাহা পাই না,

 তাহাই পেয়ে যাই,যাহা ভাবি না।

 

 যাহা কাম্য নয়,তাহাই ঘটে যায়,

 তাহাই ঘটে যায়,যাহা কাম্য নয়।

 কেমন যেন বিষাদময় যন্ত্রনাদায়ক,

 এক লালায়িত অগ্নিশিখা।

 

নুতুন বছর ২০১৪
কার কেমন যাবে
তোমার আমার
দেশের এই মটির
জনগনের?

প্রশ্ন টা বিরাট প্রশ্নবোধক
চিহ্ন হয়ে বিদ্যমান।
দেখা যাচ্ছেনা এখনও
যদি ও তেমন সম্ভাবনা।

আশা নিরাশায়
দৌদূল্যমান জনগন
আমরা আশা করছি
এখন ও করব।
স্বপ্ন দেখছি
এক সুন্দর আগামী দিনের।

বছরের ১২টি মাস,
ছয়টি ঋতু, ৫২
সপ্তাহ, ৩৬৫ দিন,
আট হাজার ৭৬০ ঘন্টা,
৫ লাখ ২৫ হাজার

 

গম্ভীর গলায় উটন বলল,সে ল্যাংটাগুলো আমাদের ধরতে আসছে! ওরা জানে এই জঙ্গল ছেড়ে আমরা বেশী দূর যেতে পারব না।

সময় এগিয়ে চলছিল,দ্রুতপদে ওরা সবাই জঙ্গল ধরে সামনের দিকে এগিয়ে চলেছে। পেছনের দিকের জঙ্গলে বুনোদের চীৎকার ধ্বনি ক্রমশ বেড়ে চলেছে। তার মানে

আমার মাঝে আলসেমীর কমতি নেই ।  জগতের সকল আলসেমী আমাকে বেশ টানে । এমন এমন অনেক আলসেমী আমার আছে যা শুনলে আপনি হাসবেন । আপনাকে হাসানোর ইচ্ছে আমার নেই । সুতরাং আমি ইউটার্ন নিয়ে অন্য প্রসঙ্গে যাই । জগত রাজ্যের

থার্টি ফার্স্ট রজনী আসে পূর্ণরুপে
সেঁজে কারো ফুর্তির লাগি
যত নেশার সামগ্রী ও ললনার সঙ্গে
কাটে সারা নিশি জাগি ।

শত কু কর্মের পরিকল্পনা
হয়ে রয় এ রাতিকে ঘিরে
মাতাল চিত্তে হাবু ডুবু খায়
পার্থিব নরক পুকুরে ।

আমোদ ফুর্তি ঢেলে দিতে ফিরে ফিরে
আসে এই দিন ওরা কয়
সর্বস্ব

বাসলে ভালো বাসুক
চাইলে কাছে আসুক
ভাবতে চাইলে আমায় নিয়ে
মনটা দাও আমায় দিয়ে
উড়তে যদি চাও
সুদূরে নিয়ে যাও;
ভাসতে চাইলে দুজন মিলে
ডিঙ্গি করে চল দুরের ঝিলে;
বাস ভাল; কাছে আস
নীলে উড়ো; মেঘে ভাস,
জলে ভিজাও; সুদূরে আমায় নিয়ে হারাও,
দুরে নয়; কাছে এসে হাত দুটি বাড়াও।
মন খারাপের

চলে গেলো পুরনো বছর
সামনে জানো কে?
নতুন বছর আসছে যে ভাই
বরণ করবে ক?

চলে গেলো অনেক স্মৃতি
সামনে আসবে কি?
সামনে আগাও দেখবে যে সব
ভয় পাও নাকি?

যতই লাগুক দুঃখ-ব্যথা
বিষাদ ভরা মন
নতুন বছরকে জানাই মোরা
সাদর আমন্ত্রণ।

হয়ত একঘেয়েমির প্রলেপ ছিল / সাদা চুলে কলপ ছিল / লোকাল বাসে ভীর টা ছিল / বধূর মাথায় ঘোমটা ছিল / সদ্যকেনা পাঞ্জাবিতে / হলুদ রাঙ্গা বোতাম ছিল / গরাদের ওই আলমারিতে / স্মৃতির দোকান বন্ধ ছিল / হয়ত উতাল

সংকটের আবর্তে

ঘুড়ছে দেশটা

বিপর্যয় ঠেকাতে

নাই কারো চেষ্টা।

একে-অন্যের দোষারোপ

একী খেলা ভয়ন্কর !

সংলাপের আওয়াজ কি

দুষ্টচক্রের শুভঙ্কর   ?

তবু চাই সংলাপ

সংকটে সংলাপ।

সংকটের অংকটা

কষবে কে?

দুই নেত্রীর সংলাপে

সমাধান হবে যে !

 

(১)
রাত্রি এলে,ঘুম না পেলে
তবুও চোখ বুজি
একলা খাটে,নিঝুম রাতে
তোমায় শুধু খূঁজি।
(২)
কাঁদতে গিয়ে চোখের জলে
ভিজিয়ে দিলাম গাল
সুখে থাকো সারাজীবন
চাইবো চিরকাল।
(৩)
তোমার সাথে নাইবা হলো
আমার জীবন গাঁথা
জানবে না কেউ আমার বুকে
জমে থাকা ব্যথা।
(৪)
ইচ্ছে হলেই তোমার কাছে
যায়না ছুটে যাওয়া
এত কাছে তবু তুমি
হয়না কাছে পাওয়া।
(৫)
শিশির ভেজা

go_top