যাহা চাই তাহা পাই না,
তাহা পেয়ে যাই,যাহা চাই না।
যাহা ভাবি তাহা পাই না,
তাহাই পেয়ে যাই,যাহা ভাবি না।
যাহা কাম্য নয়,তাহাই ঘটে যায়,
তাহাই ঘটে যায়,যাহা কাম্য নয়।
কেমন যেন বিষাদময় যন্ত্রনাদায়ক,
এক লালায়িত অগ্নিশিখা।
যাহা চাই তাহা পাই না,
তাহা পেয়ে যাই,যাহা চাই না।
যাহা ভাবি তাহা পাই না,
তাহাই পেয়ে যাই,যাহা ভাবি না।
যাহা কাম্য নয়,তাহাই ঘটে যায়,
তাহাই ঘটে যায়,যাহা কাম্য নয়।
কেমন যেন বিষাদময় যন্ত্রনাদায়ক,
এক লালায়িত অগ্নিশিখা।
নুতুন বছর ২০১৪
কার কেমন যাবে
তোমার আমার
দেশের এই মটির
জনগনের?
প্রশ্ন টা বিরাট প্রশ্নবোধক
চিহ্ন হয়ে বিদ্যমান।
দেখা যাচ্ছেনা এখনও
যদি ও তেমন সম্ভাবনা।
আশা নিরাশায়
দৌদূল্যমান জনগন
আমরা আশা করছি
এখন ও করব।
স্বপ্ন দেখছি
এক সুন্দর আগামী দিনের।
বছরের ১২টি মাস,
ছয়টি ঋতু, ৫২
সপ্তাহ, ৩৬৫ দিন,
আট হাজার ৭৬০ ঘন্টা,
৫ লাখ ২৫ হাজার
(১)
রাত্রি এলে,ঘুম না পেলে
তবুও চোখ বুজি
একলা খাটে,নিঝুম রাতে
তোমায় শুধু খূঁজি।
(২)
কাঁদতে গিয়ে চোখের জলে
ভিজিয়ে দিলাম গাল
সুখে থাকো সারাজীবন
চাইবো চিরকাল।
(৩)
তোমার সাথে নাইবা হলো
আমার জীবন গাঁথা
জানবে না কেউ আমার বুকে
জমে থাকা ব্যথা।
(৪)
ইচ্ছে হলেই তোমার কাছে
যায়না ছুটে যাওয়া
এত কাছে তবু তুমি
হয়না কাছে পাওয়া।
(৫)
শিশির ভেজা