Today 11 Jan 2026
Top today
Welcome to cholontika

আকাশ দূত

: | : ০১/১২/২০১৩

এসো!
নেমে এসো হে আকাশ দূত
এই পৃথিবীর পরে
শুধু এইবার
পৃথিবীর মানুষের মনুষ্যত্বের
এই ক্রান্তি-লগ্নে আর একটিবার
নেমে এসো আবার।

নিয়ে এসো আকাশের
অনুশাসন বাণী
নিয়ে এসো দৈব বাণী
মানব জীবনের মূলসূত্র
আর আদর্শ বাণী
বিধি-নিষেধ এবং বিধিবিধান
পাপ থেকে মুক্ত হওয়ার উপাখ্যান
সকল মানুষের জীবনের বিঁধান।

অতঃপর আমি মানুষকে তা প্রকাশ করে
দেব। আর বলব জীবনে পথে চলার তরে
এই হল নিয়ম কানুন এবং দিকনির্দেশনা
জীবনের সকল সুখ দুঃখ আর আনন্দ বেদনা।

আর যদি না আসো নেমে তুমি
হে আকাশ দূত
তবে পৃথিবীর মানুষকে ভাল রাখার জন্য
আমি নিজেই রচনা করব
সেই শাস্ত্র সেই বিধিবিধান
যেখানে থাকবে জীবনের
সকল সমস্যার সহজ সমাধান।

তারপর তা তুলে দেব মানুষের হাতে
এবং বলব এই সেই গ্রন্থ
যার কোনও সন্দেহ নেই
যা এসেছে মহাশূন্যের সেই কেন্দ্র হতে।

তোমরা যদি অনুসরণ করো
এই শাস্ত্র এই বিঁধান
তোমরা সফল হতে পারো
এতেই রয়েছে পরিত্রাণ।

মৃত্যুর পরে তোমরা পাবে
নতুন এক জীবন
যার শুরু আছে কিন্তু শেষ নেই
সেখানে পাবে সুস্বাদু খাবার
আর সুখ স্বাচ্ছন্দ্য অনন্তই।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top