Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

ক্লান্তি ভর করছে চোখের পাতায়….

: | : ০১/১২/২০১৩

আর কত! সেই কবে থেকে শুরু দেখার
কত কিছুই দেখে গেলো চক্ষু দুইটি
ধ্বসে পড়া ধ্বংসের ভিতর হতে কাপার্ত হাত;
বাঁচার আকুতি ইশারায়,
কাতরাতে কাতরাতে অক্সিজেন ফুরিয়ে যেতেও দেখেছে চোখ,
রক্তাক্ত রাস্তা, লাশ হয়ে পড়ে থাকা মানুষ;
ছিন্ন বিচ্ছিন্ন কাঁচের গুড়া;
ঝনাৎ ঝন পড়ল বুঝি খসে কাঁচের জানালা;
ধাউ ধাউ আগুন জ্বলছে থোকায় থোকায়
কালো ধোঁয়ায় আচ্ছন্ন বাতাস।
দুর্বলের উপর সবলের অত্যাচার,
সেদিন টিভির পর্দায় চোখ দুটি ছিল স্থির
কিভাবে রক্ত পিপাসুরা অতর্কিতে চালিয়েছিল হামলা বিশ্বজিতের উপর
কাপুরুষের মতই ফটো সাংবাদিকরা শাটারে ক্লিক করেছিল একের পর এক
মানবতা ধুলায় লুটায়; ক্যারিয়ার উড়ে আকাশে।
ওই তো সেদিনই অসহায় খেটে খাওয়া মানুষগুলো ধীর পায়ে এগিয়েছিল
কর্মসংস্থানে গিয়ে ফেরত আসতে পারেনি;
ফিরেছে; তবে জ্বলন্ত দেহ নিয়ে, ছাই হয়ে
দুচোখ দেখেছে তাজরিন জ্বলছে, মানুষ পুড়ছে, হাহাকার,
সেখানেও ছিল বাঁচার আকুতি, নির্মম দৃশ্য দু চোখ ভরে দেখতে হয়েছে,
চলার পথে দানবের মত বাসগুলো দ্রুতগামী থেকে আরো দ্রুতগামী হয়ে,
ছুটে চলে দানবের বেশে;
পথচারীকে অই দিল বুঝি চাপা;
উফ! কি নিদারুণ দৃশ্য; হাত পা নেই শরীরের সাথে,
রক্তে ভিজে গেছে রাস্তা, রাস্তার ধারের সবুজ ঘাস,
যে হারাল, যারা হারিয়েছে আত্মার স্বজন
আহাজারি দেখতে হয় দু চোখ ভরে।
কত কিছুই দেখে যায় চোখ জোড়া
মিছিলের পর মিছিল, কখনো আনন্দের কখনো হিংস্রতায়,
ইট পাটকেল, ককটেল, বোমা
ক্ষমতার লড়াইয়ে ঠিকে থাকার সংগ্রাম
কাদা ছোঁড়াছুঁড়ি, ঘৃণ্য রাজনীতি…
অসহায় চোখ দেখে দেখে অভ্যস্ত হয়ে পড়েছে।
কিন্তু আর কত! অসহায়ত্ব চোখের পাতায় ভর দিয়ে,
ক্লান্তির ছাপ চোখ ঝিমিয়ে পড়েছে,
চোখ চায় একটুখানি প্রশান্তি, শান্তির ঘুম,
ঘুমাতে চায়, বিশ্রাম নিতে চায় হিম ঠান্ডা ক্যাপসুলে;
যেখানে শান্তিতে কেটে যাবে বহু যোগ
একদিন হয়তো জেগে উঠবে স্বপ্ন ভরা দু চোখ নিয়ে,
যেখানে থাকবে না হানাহানি, স্বার্থপরতা;
থাকবে না ভেদাভেদ;
সম্মিলিত স্বপ্ন দিয়ে গড়া আমার দেশ যেনো এক স্বপ্নপুরী,
প্রিয় জন্মভুমি নাতিষিতোষ্ণ বাংলায় প্রশান্তির চোখ নিয়ে বেঁচে থাকি
অক্লান্তিময় ভালবাসার মানুষের পাশে।

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top