Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

বসন্তের কবিতা/ডায়েরীর পাতা থেকে (পর্ব দুই)

: | : ০১/১২/২০১৩

তুমি আমার  ম্যজিক মিরর

হাসিতে তোমার প্রতিচ্ছবি তে

আশ্চর্য তোমাকে মনে হয়

আমার মিরর ।

 

তাকাতে তোমার দিকে

ভেসে উঠে আমার প্রতিবিম্ব।

সেই প্রতিবিম্ব যা দেখতে চেয়েছি

বহুকল ধরে আমার চেতনায়।

 

স্বপ্নে ব্যক্তিত্বে আমার কল্পনায়।

তুমি আমার সেই ম্যজিক মিরর

যেভাবে আমি দেখতে চাচ্ছিলম নিজেকে

সেভাবে যেন দেখাচ্ছ আমাকে।

 

আশ্চর্য ভারী।

আমি কল্পনা করি যা

তুমি করে দেখিয়ে দাও তা।

 

তুমি রাজকুমার সিগফ্রায়েড

 

দেখেছ কি স্বপন কোন

রাজকুমারীকে নিয়ে।

আমি দেখেছি স্বপন

যাচ্ছিলাম যেন ঘোড়ার পিঠে চড়ে।

 

হুবহু যেন এ রুপকথর জগৎ

ঘোড়ার পিঠে তোমার আবেষ্টনীতে।

চলছি টগবগিয়ে

মাঝে মাঝে দুষ্ট প্রিয়তম

ছল করে লাগাম শক্ত করার

ভানে শরীরটকে

আরও মিশিয়ে

দিচ্ছে শরীরের সাথে।

 

সেই সাথে শরীরে

গেয়ে উঠছে গান।

মনে হচ্ছে আমি সিন্ডারেলা

তুমি রাজকুমার সিগফ্রায়েড।

 

জগৎ সেই আমাদের রুপকথার

 

জগৎ সেই আমাদের রুপকথার

ও আমাকে জয় করে নিয়েছে

শৌর্য বীর্য যত বিদ্যা বুদ্ধি তে

আমাদের এই রুপকথর জগৎ।

 

না ই কোন মায়াবিনী তাড়কা রাক্ষুসী

অথবা কোন দেও দানো।

শুধু তুমি শুধু আমি

ঘুরে বেড়িয়েছি দিন রাত মাস ঘন্টা

এ এক অদ্ভুত শোন

যেন মনে হল

তোমার আমার এই প্রেমটাতে

আছে প্রকৃতির ও সমর্থন।

মনে হল আমাদের পালনকারী

দিয়েছেন করে এ সুযোগটা।

 

দুটি ভালবসাহীন বঞ্ছিত হৃদয়

ছিলাম এতদিন? কাম্য কি ছিল

জীবনে ?থাক বিষন্নতার কথা

ভাবিনা আজ।তুমি আমি

আজ থাকব একসাথে।

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top