Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

বেদের মেয়ে

: | : ০১/১২/২০১৩

বেদের মেয়ে

__________

নদীর ধারে বাদ্যি বাজে

কদম তলাতে কে,

পানসী নায়ে পাল তুলেছে

বেদে মেয়ের বিয়ে ।

ঢোলক বাজায় নোলক পরায়

পরায় রঙিন শাড়ী,

বেদের মেয়ে কালকে যাবে

নতুন শ্বশুর বাড়ি ।

শ্বশুর বাড়ি মধুর হাড়ি

কত মধু আছে

শাশুড়ী ননদীর জ্বালা

বুঝবে দুদিন পাছে ।

চোখের জলে বইবে নদী

শুনবে না কেউ কথা,

নোনা জলেই ভাসবে বধুর

সুপ্ত যত ব্যাথা । ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top