Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

“মৃত ইন্দ্রিয়”

: | : ০১/১২/২০১৩

শুনতে কি পাও একটি ঝড়ের পূর্বাভাস?
দেখতে কি পাও কালো মেঘ ঢেকেছে নীল আকাশ?
প্রলয়ঙ্করী দুর্যোগের আগাম আলোচনা

কিছুই কি মনোযোগ কাড়ে না?

তোমাদের উপলব্ধির শিরাগুলো কি অশিক্ষিত?

তোমাদের পর্যবেক্ষণ ক্ষমতা কি বিলুপ্ত?

নাকি তোমাদের ইন্দ্রিয়গুলো মীরজাফরের মত বেঈমান?
গোপন আঁতাত করে সাজিয়েছে পরাজয়ের সোপান।

আকাশে উড়ছে ক্ষুধার্ত শকুন তাকিয়ে তীক্ষ্ণ চক্ষে,
লাশের আশায় অপলক নজর এই মাটির বক্ষে।

হিংস্র হায়েনাগুলোর চোখেলোভাতুর দৃষ্টি,

শিকারি ধ্যানে একাগ্র;ক্ষিপ্র লম্বা নখরযুক্ত মুষ্টি।

তোমরা বধিরতোমাদের কর্ণদ্বয় ময়লার ভাগাড়,
মাছির ভোঁভোঁ ছাড়া বাকি সব বেকার।
সর্দিতে ভরে গেছে তোমাদের নাসিকাদ্বয়।

পোড়া লাশের গন্ধ নাকের বাইরে করে অনুনয়।

তোমাদের ইন্দ্রিয়গুলো বড্ড বেশীনিস্তেজ।
শীতের সকালে কাঁথা মুড়ে যেন খুঁজছে উষ্ণতার আমেজ।

আসলে তোমাদের ইন্দ্রিয়গুলোই মৃত লাশ।

হিম শীতল কফিনে যাদের বসবাস।

কেমন করে হবে ইন্দ্রিয়ের পুনঃজীবন?

 ইন্দ্রিয়ের প্রাণ দিবে কোন্‌ সুজন?

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top