Top today			
			এই মেঘ এই রোদ্দুর…………
জীবনটাই যেনো
এই মেঘ এই রোদ্দুর,
কখনো জীবন মেঘে ঢেকে যায়
কখন বারি ঝরে টাপুর টুপুর।
তিমির শেষে প্রভাত আসে
ঝলমল করে রোদ্দুর
কারো ঘরে রোদ হাসে
কারো সুখ মিলায় সুদূর।
কেউ হাসে আগমনে
ঘর জোড়া আনন্দ হই হুল্লোর
কেউ বা কান্দে চিরবিদায়ে
অন্তর ভেঙ্গে হয় চুরচুর।
একই নিয়মে বাঁধা সবে
নিয়ম ভেঙ্গে যাবে আর কতদুর,
হাসি-কান্না, সুখ-দুখ
কিছুই তো নয় অবিনশ্বর।
এক আকাশ মেঘ আর
নিয়ে এক মুঠো রোদ্দুর
জীবন যাবে সময়ের টানে
দুর দুর বহুদূর।

