Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

এখনই সময়

: | : ০২/১২/২০১৩

এখনই সময়

_________

চারদিকে কোলাহল, গৃধিনী শকুনীদের নৃত্য,

অট্রহাসি হায়ানের,

জেগে  উঠেছে আবার রক্তের নেশায় ।

সেদিনও ছিল যারা নিশ্চুপ, ভীত, সন্ত্রস্ত ।

বুল ফুটেছে মুখে,ডানায় গজিয়েছে পালক,

শুধু ডানা ঝাপটিয়েই ক্ষান্ত হচ্ছে না তারা,

আঘাত করছে নির্দিধায় ।

আজ দাঁত বসিয়েছে দুর্বল নিরীহ শশকের গাঁয়,

ভেংচি কাটছে দুর্জয় অপ্রতিরোদ্ধ ব্যাঘ্র কুলকে,

হুংকার দিচ্ছে নীতিবাগীশ ঐরাবতকে

মাথা কেটে নেওয়ার ।

আর কত দেখতে হবে গৃধিনীর নৃত্য,

হায়ানের হাসি, শকুনীর  উলঙ্গ কোলাহল ।

এখনও কি হয়নি জেগে উঠার সময় ?

আর কত ঘুমাবি তোরা  ?

ডাকছে এবার মা ,

জেগে উঠ,

ওরে জেগে উঠ,

আজ ডাক এসেছে জেগে উঠার ।

এখনইতো সময় প্রতিরোধের ।

আর ভুল নয়, নয় আর কনে ক্ষমা ,

নিশ্চিহ্ন করে দিতে হবে গৃধিনী, শকুনিদের ,

রোধ করতে হবে তাদের বংশ বিস্তার ।

যে ভুল করেছিল মোদের পূর্ব পুরুষে ।

ক্ষমিয়েছিল, যারা ছিলো  অযোগ্য ক্ষমার ।

হে প্রভু, রক্ষা করো,

যারা চেয়ে আছে তোমার পানে, তোমারই ভরসায় ।

জাগিয়ে দাও তোমারই সূর্য সন্তান দের

আর একবার রক্ষিতে তোমারই সত্য,

সুন্দর, নির্মল, অবুঝ সৃষ্টিকেতাদের থেকে–

যারা তোমারই দোহাই দিয়ে,

লঙ্গিছে তোমারই বাণী অহরহ ।

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top