Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

কেন সভ্য যুগে স্বাধীন দেশে এত মানুষ স্বজন হারাবে যখন আপনি কিনা দেশের প্রধানমন্ত্রী।

: | : ০২/১২/২০১৩

আজ বোধ হয় সমস্ত যুক্তি উপেক্ষিত। এক মায়ের বুকের রক্তক্ষরণ অন্য মায়ের মমত্ত্ব মর্ম স্পর্শ করতে পারছেনা। সংবিধান নামক পবিত্র গ্রহন্থ যা সাধারণ মানুষের মৌলিক অধিকারগুলোর রক্ষকবচ হিসাবে রক্ষীর ভূমিকা রাখে তার বেড়াজালে পড়ে মৌলিক মানুষের সাধারণ অধিকারগুলোর হরণ হচ্ছে, মানুষ বিপন্নতার অন্তহীনতায় পর্যবসিত। আগুনে পুড়ছে মানুষ, পোট্রেলের আগুনে পুড়ছে মানুষ।পৌশাচিক শব্দটি অপর্যাপ্ত মনে হচ্ছে। বুট আর বুলেটের সম্মিলিত শব্দ মূহুর্তে শিকারী পাখিসম করে তুলছে বেঁচে থাকা সর্বোচ্চ কৌশল-আশ্রয়ী মানুষকুলের প্রান পাখি। প্রচলিত সভ্যতার সাথে যা বড্ড বেশি বেমানান।

মাননীয় প্রধান মন্ত্রী সন্দেহাতীতভাবে আপনি সেই ব্যক্তি যার চেয়ে স্বজন হারানোর বেদনা পৃথীবিতে আর কেউ বোঝেনা। তাহলে কেন সভ্য যুগে স্বাধীন দেশে এত মানুষ স্বজন হারাবে যখন আপনি কিনা দেশের প্রধানমন্ত্রী।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top